Thursday, July 9, 2015

রমজানের অ্যালবাম 'সিয়ামের রঙ' শুনুন ও ডাউনলোড করুন

এই অ্যালবামটি না শোনা গেলে পৃষ্ঠাটি রিলোড করুন। মাউসে রাইট ক্লিক, এবং ক্লিক Reload।


সঙ্গীত তালিকাঃ

 ক্রম গান গীতিকার সুরকার শিল্পীগোষ্ঠী
বদরের মাস আসাদ বিন হাফিজ মঈন উদ্দিন বকুল সসাস
ঘুরে ঘুরে আবার সুমন আজিজ সুমন আজিজ সাইমুম, ঢাকা
যদি না তোমার অন্তর কবি গোলা, মোহাম্মদ মশিউর রহমান অনুপম। ঢাকা
সিয়াম এলো আজ মাহমুদ হাসান মাহমুদ হাসান উচ্চারণ, ঢাকা
প্রস্তুতি নাও মন আব্দুস শাকুর তুহিন আব্দুস শাকুর তুহিন সসাস
বছর ঘুরে আবার এলো আফতাব আহমেদ আফতাব আহমেদ সন্দীপন, ঢাকা
যাক ধুয়ে যাক মাহফুজ বিল্লাহ শাহী শাহিনুর রহমান জাগরণ, ঢাকা
রমজান মাহে রমজান আব্দুল ওয়াদুদ আব্দুল ওয়াদুদ বিকল্প, রাবি
এলো মুমিনের দ্বারে মাহী উদ্দিন ফাহাদ নিয়াজ মাখদুম ব্যতিক্রম, ইবি
১০ এলো রহমত আহমদ আল আমিন মোঃ জহিরুল ইসলাম হেরার রশ্মি, বরিশাল
১১ হৃদয়ের কালিমাতে সেলিম রেজা সেলিম রেজা সমন্বয়
১২ রহমের বৃষ্টি ইলিয়াস হোসাইন ইলিয়াস হোসাইন টাইফুন, খুলনা
১৩ রমজান এলো ধরাতে আব্দুস শাকুর তুহিন আব্দুস শাকুর তুহিন প্রত্যয়, রাজশাহী
১৪ জানো কি জানো ফাতহুল বারী ফাতহুল বারী সারগাম, প্রাইভেট বিশ্বঃ
১৫ সিয়ামের রঙ মাহফুজুর রহমান আখন্দ আশরাফুল ইসলাম দিশারী, সিলেট
১৬ অ্যায়া রমজান জাকির আহমেদ চৌধুরী জাকির আহমেদ চৌধুরী পারাবার, চট্টগ্রাম
১৭ ঈদুল ফিতর মোঃ মিরাদুল ইসলাম খাইরুল ইসলাম নিমন্ত্রণ, জবি

গানগুলো ভালো লাগলে আপনার অনুভূতি জানাতে ভু্লভেন না। মন্ত্যব্য করতে এখানে ক্লিক করুন নিচে ফেসবুকে আইডী দিয়েও মন্ত্যব্য করতে পারবেন।

0 comments:

Post a Comment